জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক পরিচালিত বার্ষিক ক্রীড়া অফিস কর্মসূচি ২০২০-২০২১ অনুযায়ী পর্যায়ে তৃণমূল খেলোয়াড় সৃষ্ঠির লক্ষ্যে জেলা ক্রীড়া অফিস পটুয়াখালী কর্তৃক আয়োজিত মির্জাগঞ্জ উপজেলায় অনূর্ধ্ব ১৬ স্কুল ছাত্রদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৭ জানুয়ারী) সকাল ১০টায় সুবিদখালী সরকারি কলেজ মাঠে উক্ত অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। এ প্রশিক্ষণে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩০ জন ছাত্র অংশগ্রহন করেন।