পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত।
বৃহষ্পতিবার দুপুর ১২ টায় পটুয়াখালী সদর উপজেলার মধুমতি হলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষনে তামাক নিয়ন্ত্রন আইন, তামাকের ক্ষতি ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে করনীয় সম্পর্কে মূল প্রবন্ধ প্রজেক্টরের সাহায্যে উপস্থাপনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ নেফাজ উদ্দিন, ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, জৈনকাঠী ইউপি চেয়ারম্যান এড. সৈয়দ মোহসীন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান সালমা জাহান, ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহমেদ, কমলাপুর ইউপি চেয়ারম্যান মনির রহমান মনির মৃধা প্রমুখ।
প্রশিক্ষনে কমিটির ৩০ জন সদস্য অংশগ্রহন করেন।