শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণের উদ্বোধন করেন শেখ হাসিনা সেনানিবাসের মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা আরসিডিএস, এনডিসি, পিএসসি, জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল অঞ্চল । লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম পিএসসি।
এসময় শেখ হাসিনা সেনানিবাসের উর্ধ্বতন সেনা কর্মকতাবৃন্দ, শেখ হাসিনা ক্যানন্টমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শের-ই-বাংলা, মোস্তফা কামাল ও মহিউদ্দিন জাহাঙ্গীর এ তিনটি হাউজ বিভক্ত হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন। প্রথম স্থান অধিকার করেছে মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজ এবং রানার আপ হয়েছে শের-ই-বাংলা হাউজ।