1. [email protected] : admin :
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ পটুয়াখালীতে সূর্যমুখী ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত কলাপাড়ায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান স্যারের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দশমিনায় মানববন্ধন অনুষ্ঠিত কলাপাড়ায় জলবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ১৬০ পরিবার পেল ত্রান সহায়তা পটুয়াখালীর দুমকীতে হাসি বেগমের মাথা গোজার ঠাইটুকুও কেড়ে নিল আকস্মিক কালবৈশাখী পটুয়াখালীতে পুলিশের তৎপরতায় হারানো ৭০টি মোবাইল ও অনলাইন প্রতারণার ৪৯ হাজার টাকা উদ্ধার বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’গ্রুপে হাতাহাতি বিএনপি অফিস ভাঙচুর মামলায় ইউপি সদস্য আটক

পবিপ্রবিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) পবিপ্রবি’র মূল ক্যাম্পাসে যোগদানের পর দাপ্তরিক কার্যক্রম শুরুর প্রথম দিনেই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর, কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকদের সঙ্গে আগামী দিনের কর্মপন্থা নিয়ে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে পবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেগুলো অতিসত্ত¡র স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই হবে প্রথম চ্যালেঞ্জ। তিনি অতীতে এ বিশ^বিদ্যালয়ে সৃষ্ট বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করবেন বলে জানান। এছাড়াও তিনি পবিপ্রবি’র মেধাবী শিক্ষার্থী দেবাশীষ ভালো ফলাফল নিয়েও শিক্ষক হতে না পারায় আত্মহত্যার বিষয়টির পুনরাবৃত্তি দেখতে চান না বলেও সাংবাদিকদের জানান। এর আগে তিনি বিশ^বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সকাল ১০টায় পৌছাঁলে জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহানসহ প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, প্রক্টর এবং কর্মকর্তা, কর্মচারীরা তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর, ২০২৪) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন এর আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায় ইন্টেল ওয়েব