গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটায় পৌর শহরের ঝাউতলা শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের চেšরাস্তায় গিয়ে শেষ করে। এসময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ¯েøাগান দিতে থাকে বিক্ষোভকারীরা। মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা আবু সাইদ, সাধারণ সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আঃ কাদের, পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুতাসিম বিল্লাহ জুনায়েদ, জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. তানভীরুল ইসলাম প্রমুখ।
পরে শান্তি কামনায় আল্লাহর কাছে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাইদ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ দলমত নির্বিশেষে পটুাখালীর সকল মানুষ অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, গাজায় অনতিবিলম্বে শিশু-কিশোর বৃদ্ধসহ সকল গণহত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশে ইসরায়েলি পন্য ব্যবহার করা হতে বিরত থাকতে হবে। তারা জাতিসংঘ নিষ্কৃয় থাকায় জাতি সংঘের প্রতি নিন্দা ও খোভ প্রকাশ করেন। বক্তারা বাংলাদেশ ইসরাইলি পন্য আমদানি না করার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান। যুদ্ধ দ্রæত বন্ধ না করা হলে বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা দেয়।