আগামী ১লা বৈশাখ ১৪এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩২ সুন্দর ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বৈশাখী শোভা উদযাপন নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, এনডিসিমোঃ শাকিব উল আলম, জেলা জামায়াতে আমীর এ্যাড. নাজমুল আহসান, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
সভায় উপস্থিত সকলের সিদ্বান্ত মোতাবেক আগামী আগামী ১লা বৈশাখ ১৪এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩২ সুন্দর ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন করা হবে।
পটুয়াখালীতে বৈশাখী শোভা উদযাপন নিয়ে প্রস্তুতিমূলক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।