কাল (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে আনন্দ র্যালি থেকে শুরু করে পান্তা-ইলিশ শোভা পায় বাঙালির পাতে। ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে মাছের বাজারে ইলিশের কদর সবচেয়ে বেশি ।
এবারও পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে ইলিশের চাহিদা থাকলেও নেই পর্যাপ্ত সরবরাহ। দু’ একজন বিক্রেতার কাছে ছোট আকৃতির ইলিশ পাওয়া গেলেও দাম তুঙ্গে। সরবরাহ কম হওয়ায় বেশি দামেই ইলিশ মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের।মাছ ব্যবসায়ীরা দাবি করছেন, সাগরে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে। স্থানীয় নদীতে অন্যান্য সময়ের চাইতে এখন ইলিশ ধরা পড়ছে কম। ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম একটু বেশি। সাধারণত সরবরাহ বেশি হলেই দাম কম হয়।বড় আকারের ইলিশের দেখা খুব একটা মিলছে কোথাও। দুমকীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির নিচে, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে, সঙ্গে পাওয়া যাচ্ছে জাটকা।
দুমকী নতুন বাজারের ব্যবসায়ী মো. রুবেলের সাথে কথা বলে জানা গেছে, তারা প্রতিকেজি জাটকা বিক্রি করছেন সাড়ে ৭ শ’ থেকে ৮শ’ টাকায়। ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১৬০০ টাকা, ৮০০ গ্রাম ইলিশের দাম ১৯০০ থেকে দুই হাজার টাকার মতো।
ইলিশ মাছ কিনতে যে কয়জন ক্রেতা এসেছেন, তারা বলছেন,ইলিশ আর মধ্যবিত্তের হাতের নাগালে নেই। ইলিশের বিকল্প হিসেবে অন্য মাছ খুঁজছেন। তবে অন্যান্য মাছের দামও তুলনামূলক বেশি। উপজেলার পিরতলা বাজার, বোর্ড অফিস বাজার, তালতলি বাজার ঘুরে জাটকা ছাড়া ইলিশের দেখা মেলেনি। দুমকী নতুন বাজার ও লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পায়রা পয়েন্টের সামনে ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের সামান্য কিছু ইলিশের দেখা মিললেও তা ছিলো ধরাছোঁয়ার বাইরে।