জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিবেশ বান্ধব তালগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থনীয় জেসমিন, জাহাঙ্গীর বেগম সহ তার লোকজন তালগাছ কাটা এবং জাফর গাজীর ক্রয়কৃত জমিতে জোর পূর্বক মাটি কেটে ঘর নির্মান করার পায়তার করেন। এ বিষয় ভুক্তভোগী জাফর গাজী কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দুর্ভোগী জাফর গাজী জানান, তিনি নবীপুর মৌজায় ৫০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হন। স্থনীয় জেসমিন, জাহাঙ্গীর বেগম তার লোকজন নিয়ে ওই জমি দখলের জন্য গত বৃহস্পতিবার মাটি কেটে ভরাট করে ঘর নির্মানের কাজ শুরু করে। এ সময় জাফর গাজী তাদের বাধা দিতে গেলে তাকে ভয়ভিতি ও জীবন নাসের হুমকি প্রদান করে । এ সময় ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানালে থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়। এ বিষয়টি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সভাপতি শহিদ মাতুব্বর কে জানালে তিনি ঘটনা স্থানে গিয়ে আপোষ মিমাংসার কথা বলেন। জেসমিন ও তার লোকজন ঘর নির্মান কাজ বন্ধ রেখে পুনরায় বজ্রপাতের রক্ষাকবচ পরিবেশ বান্ধব দুইটি তালগাছ শনিবার সকালে কেটে ফেলেন।
অভিযুক্ত জেসমিন বেগম বলেন, তার মা ওই তালগাছ লগিয়েছেন তাই তিনি এ গাছ কেটেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।