গলাচিপা প্রতিনিধিঃ ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। ব্রাক বাংলাদেশ গলাচিপা শাখার আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আক্তার আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার, হেলথ ইন্সপেক্টর সুভংকর দাস, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সেবিকা শোনেকা রানী, ইপিআই টেকনিশিয়ান জাকির প্রমূখ। র্যালী ও আলোচনা সভায় সকল স্বাস্থ্যকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন