দশমিনা সংবাদদাতাঃ পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুঁলিয়া নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও র্যাবের যৌথ অভিযান ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪ মন ঝাটকা জব্দ করেছে। সোমবার সকাল থেকে তেতুঁলিয়া নদীতে র্যাব-৮ পটুয়াখালী এর কমান্ডার মুহাম্মদ ছুরত আলম এবং দশমিনা উপজেলা মৎস্য বিভাগের মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব আলম তালুকদার ঝান্টার নেতৃত্বে যৌথ অভিযানে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কালারানী হাট নামক স্থানে নদী তীরে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও দুটি মাছের গদি থেকে প্রায় চার মন ঝাটকা আটক করে উপজেলার বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বোডিং এবং হাফিজিয়া মাদ্রাসায় বিতরন করা হয়। এ সময় আরো উপসি’ত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,উপজেলা যুব লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন পলোয়ান ও স’ানীয় সাংবাদিকবৃন্দ।