‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেবা গ্রহীতাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে সভায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খাঁন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শিলা রানী দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব লতিফা জান্নাতী। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। সেবাগ্রহীতাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে পটুয়াখালী সদর উপজেলার বৃদ্ধ ও অসচ্ছল মোঃ সুলতান ডাক্তার দম্পত্তির হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দশ হাজার টাকার চেক ও বাংলানিউজ টোয়েন্টিফোর.কম নিউজ কর্তৃপক্ষের কাছে জমা হওয়া ২১০০০ টাকার অনুদান তুলে দেওয়া হয়।