জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশবতার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক পরিচালিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ অনুযায়ী তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্ঠির লক্ষ্যে পটুয়াখালী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত দশমিনা উপজেলায় অনূর্ধ্ব ১৬ স্কুল ছাত্র-ছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারী রবিবার সকাল ১০টায় জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে বেতাগি শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বেতাগি শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগি শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল আলম। এ প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৪৮জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।