পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলা, কিশোরী মেয়েদের ধর্মান্তরীত করা, চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী নেতা যতীন্দ্র মোহন সেনগুপ্তের ঐতিহাসিক ভবন ভাংচুর, হিন্দুদের জমিজমা জবর দখলের সহ সারা দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদ।
গতকাল ৯ জানুয়ারি শনিবার সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় শতাধিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. তারক চন্দ্র সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য তপন কর্মকার, মংথান তালুকদার, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, পৌর শাখার সভাপতি চিন্ময় বণিক, জেলা মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক এড. বিভারানী সাহা, ইসকনের আহ্লাদ গোবিন্দ দাস, পৌর যুব পরিষদের সভাপতি রঞ্জন কর্মকার প্রমুখ। বক্তরা পাকিস্তানসহ সারা দেশে হিন্দু সংখালঘুদের উপর নির্যাতন জমিজমা দখলসহ নানা অপরাধ বন্ধ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শুরু করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ করে।