“তোমার নামেই স্বপ্নের শুরু, তোমাতেই পেলাম অবশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ১০ জানুয়ারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারী রবিবার বিকাল ৪টায় আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান খান প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।