পটুয়াখালীতে জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২শুরু হয়েছে।
সোমবার সকালে কাজী আবুল কাশেম স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। জেলা শিক্ষা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, বাউফল উজেলা শিক্ষা অফিসার নাজমুল হক, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আ,ন,ম আমিনুল হক মামুন। স্কুল, মাদ্্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাতাঁর এবং দাবা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার বিজয়ী বালক বালিকা দল অংশ গ্রহণ করে। ১৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় কাজী আবুল কাশেম স্টেডিয়াম মাঠে জেলা পর্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করবে। খেলা পরিচালনা করেন বিভিন্ন স্কুল ও মাদরাসার সহকারী শিক্ষক শারীরিক শিক্ষার শিক্ষকগণ।