পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন মৃধা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌরসভা চেয়ারম্যান, দৈনিক পটুয়াখালীর প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
তিনি শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাঘফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, ইসমাইল হোসেন মৃধা আওয়ামীলীগের একজন ভালো কর্মী ছিলেন, এবং ভালো মানুষ ছিলেন।
প্রকাশ, ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ৫ টায় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইসমাইল হোসেন মৃধা (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১৪ সেপ্টেম্বর বেলা ২টায় পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার পর্বে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বেলা ১টায় মরহুমের কফিনে দলীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।