এতিম প্রতিবন্ধী, দুঃস্থ মেয়েদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে সমাজসেবা অধিদপ্তরের এতিম প্রতিবন্ধী, দুঃস্থ মেয়েদের জন্য পটুয়াখালীর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের বাসিন্দাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের মিলনায়তনে কেন্দ্রের উপ-পরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলামিষ্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আশরাফ আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সহকারী পরিচালক মার্শেদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষন কেন্দ্রের ২৫ জন মেয়েকে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও অন্যান্য অতিথিরা প্রশিক্ষন কেন্দ্রের ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন।