“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মেলার উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, সিভিল সার্জন এস.এম কবির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ আব্দুল্লা সাদিক, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম। এসময় জেলা প্রশাসন, রাজনৈতিক, সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৮২ টি স্টলে অংশ গ্রহণ করে।