বাংলাদেশ আওয়ামীলীগের ২২ তম জাতীয় সম্মেলন-২০২২ এ টানা দশম বারের মত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সভাপতি ও সড়ক-জনপদ ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাঁর হাতে যতদিন দেশ থাকবে ততদিন দেশ সুরক্ষিত থাকবে এবং উন্নতির দিকে ধাবিত হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদের এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।