পটুয়াখালীর মির্জাগঞ্চে যাত্রী বোঝাই দুটি ইজিবাইকসহ ব্রিজ ভেঙে নদীতে পড়ে আইয়ুব আলী (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও চারজন। শুক্রবার রাত আটটার দিকে শ্রীমন্ত নদীর উপর নির্মিত মহিষকাটা টু কলাগাছিয়ার সংযোগ স্থলের ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। মৃত আইয়ুব আলী কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদ্রার সুপার। তিনি দুমকি উপজেলার বদপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদ্রাসা সুপার আইয়ুব আলী তার সভাপতির জন্য ওই ব্রিজের উপর দাড়িয়ে অপেক্ষা করছিলেন। এসময় ব্রিজের উপর দুইটি ইজিবাইক ও একটি মটোরসাইকেল ক্রশিং করছিল। হঠাৎ ব্রিজটি ভেঙে শ্রীমন্ত নদীর উপর ধসে পরে। ইজিবাইকে থাকা সব যাত্রী সাতরে তীরে উঠতে পারলেও নিখোজ হন আইয়ুব আলী। পরে রাত দশটার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
মির্জাগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার বলেন, নিহত মাদ্রাসা সুপারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।