পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উদযাপন উপলক্ষে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
২৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় পিটি রোডস্থ এসডিএ ট্রেনিং সেন্ট্রারে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এর নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেনের সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার সৈকত মজুমদারের সঞ্চালনায় কর্মশাল প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল।
ইউএনএফপিএ ও বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর পটুয়াখালীর সহযোগিতায় বাস্তবায়ন সংস্থা এসডিএ এর আয়োজিত কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এসডিএ’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির। কর্মশালার উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন পটুয়াখালী প্রেক্লাবের সাবেক সভাপতি কাউন্সিলর এ্যাডভোকেট কাজল বরন দাস, সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সাংবাদিক বিলাস দাস, আফরিন জাহান নিনা, সঞ্জয় কুমার দাস লিটু, মোজাহিদুল ইসলাম নান্নু ও জেলা প্রেসক্লাবের আবদুস সালাম আরিফ, শাহাদাত হোসেন প্রমুখ। কর্মশালায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেছেন বলে এসডিএ এর ট্রেনিং অফিসার সৈয়দা তানবিন জাহান।
বক্তারা নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির জন্য সংবাদপত্র সামাজিক মিডিয়ার সাংবাদিকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।