“মুখের ক্যান্সার প্রতিরোধ করুণ, অকাল মৃত্যুর হাত থেকে বাঁচুন” এই শ্লোগান নিয়ে পটুয়াখালী ৫০ শয্যা ডায়াবেটিক হাসপাতালে ডেন্টাল চিকিৎসাসেবা ও মুখের ক্যান্সার স্ক্রিনিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৪ ডিসিম্বর শনিবার বেলা ১১টায় পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সহযোগিতায় এবং বাংলাদেশ ওরাল সেন্টার সোসাইটি এর আয়োজনে ৫০ শয্যা ডায়াবেটিক হাসপাতালে ডেন্টাল চিকিৎসাসেবা ও মুখের ক্যান্সার স্ক্রিনিং এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতিনিধি প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির। বাংলাদেশ ওরাল সেন্টার সোসাইটি এর সভাপতি প্রফেসর ডাঃ মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে ধারনা পত্র পাঠ করেন সাধারন সম্পাদক প্রফেসর ডাঃ মাহমুদা খানম। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর সিকদার, ৫০ শয্যা ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডাঃ জয়গোপাল দাস। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওরাল সেন্টার সোসাইটি এর পরিচালনা পরিচালক ডাঃ সাখায়াত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ রাকিবুল হাসান মুরাদ, অফিস সম্পাদক ডাঃ সাইদুল আজম, পটুয়াখালী ডায়াবেটিক সমিতির সদস্য শাহানুর হক, মাকসুদুর রহমান, চিকিৎসকবৃন্দ, বাংলাদেশ ওরাল সেন্টার সোসাইটি এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ওরাল সেন্টার সোসাইটি এর চিকিৎসকবৃন্দ আগত রোগীদের চিকিৎসাপত্র প্রদান করেন।