বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর প্রখ্যাত আওয়ামী পরিবারের সন্তান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী হাসিন আরমান ফাহীম।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়।
কমিটি ঘোষণার আগে গঠনতন্ত্রের পদসংখ্যা অপরিবর্তিত রেখে সহ-সভাপতির পদসংখ্যা ১০টি বাড়ানো হয়েছে।
হাসিন আরমান ফাহীম পটুয়াখালীর সাবেক ছাত্র ও যুব নেতা শহীদ মাহমুদুর রহমান পলাশের জেষ্ঠ্য পুত্র এবং পটুয়াখালী জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা, পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. সুলতান আহমেদ মৃধা ও সাবকে মহিলা সাংসদ মিসেস লুৎফুন নেছার নাতি।
কমিটি ঘোষনার পর প্রতিক্রিয়ায় ফাহীম বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কাজ করার সুযোগ প্রদান করায় কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, দল ও সংগঠন ঘোষিত সকল কার্যক্রমে সক্রিয় থাকবো। নিজের শহীদ পিতার অপূর্ণ স্বপ্ন পূরণ ও দাদা সুলতান আহমেদের দেখানো পথ ধরেই দেশ, মানুষ এবং দলের কল্যাণে নিবেদিত থাকবো। এসময় ফাহীম সকলের নিকট দোয়া কামনা করেন।