পটুয়াখালীতে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত।
বুধবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে সেন্টারপাড়াস্থ হিন্দু সমাজ গৃহে আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শ্রী স্বপন ব্যানার্জী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. উজ্জল বোস, হিন্দু সমাজ গৃহের সাধারন সম্পাদক শুভাশীষ মুখার্জী, হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্টের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উৎসব মুখর রায় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে ধর্ম যার যার, উৎসব সবার, তাই জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল উৎসবে সবাই অংশগ্রহন করবে এতে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট থাকবে বলে মন্তব্য করেন।
আলোচনা সভা শেষে হিন্দু সমাজ গৃহ থেকে বিভিন্ন মন্দিরের অংশগ্রহনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ ছাড়াও বিভিন্ন মন্দিরে ও হিন্দু ধর্মাবলম্বীদের অনেকের ঘরে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এদিকে জেলার বিভিন্ন উপজেলা গুলোতেও আলোচনা সভা, শোভাযাত্রা, ধর্মীয় সংগীত পরিবেশন, পূজা-পার্বনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।