পটুয়াখালীর দুমকীতে বিএনপি ও সহযোগী সংগঠন যুবদল, মহিলা দল থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
বুধবার দুপুর ১টায় লেবুখালী ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া মিলাদ ও মানবভোজ অনুষ্ঠানে এসকল নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন-অর রশীদ হাওলাদার এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফের হাতে ধরে দুমকী উপজেলা যুবদলের অন্যতম সদস্য মো: সরোয়ার আকন, লেবুখালী ইউনিয়ন মহিলা দলের সদস্য ও লেবুখালী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোসা: জেসমিন বেগম, ইউনিয়ন বিএনপির সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইদ্রিস সরদার, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: শামিম সিকদারসহ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মতুর্জা, জেলা আওয়ামীলীগ সদস্য ও শ্রীরামপুর ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার মৃধা, লেবুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাক্তার হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান সিকদার প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী সহ তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন। পরে শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ ও মানবভোজ অনুষ্ঠিত হয়।