আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণাঞ্চাল তথা পটুয়াখালী জেলায় বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য ও উন্নয়নের বার্তা সাধারন মানুষের কাছে পৌছে দিতে উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ করে গনসংযোগ করেছেন পটুয়াখালী-১ আসনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
রবিবার সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী পৌর শহরের ৯ নং ওয়ার্ডের চৌরাস্তা হয়ে রুস্তুম মৃধার কালভাট এলাকায় এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা লিফলেট বিতরণ করে গনসংযোগ করেন এবং বর্তমান সরকাররে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এসময় ৯ নং পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম, বিশিষ্ঠ ব্যবসায়ী নিখিল বনিক, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হাওলাদার, হাজী হামিজউদ্দিন মৃধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিধান কুমার শীল সহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, পটুয়াখালী জেলায় আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয় করেছে। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা এঁর মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো দেশের উন্নয়ন করার সুযোগ করে দেয়ার আহবান জানান তিনি।
তিনি পটুয়াখালী-১ আসনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া চান।