পটুয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডে মেয়ের মৃত্যু দেখে স্ট্রোক করে পিতার মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে পৌর শহরের বনিক পট্টি এলাকায় নিজেদের বাসায় মেয়ে স্বর্ণা দেবনাথ (২৮) স্ট্রোক করে মারা গেলে, আধা ঘন্টার ব্যবধানে মেয়ের মৃত্যু দেখে পিতা শ্যামল দেবনাথ (৬৮) স্ট্রোক করে মারা গেছেন।
পরিবার পরিজন জানান, স্ট্রোক করার পরে মেয়ে অজ্ঞান হয়ে পড়লে বাবা তা দেখে স্ট্রোক করেন। স্থানীয়রা দুই জনকেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলেন কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। স্বর্ণা দেবনাথ শ্যামল দেবনাথের দুই মেয়ের মধ্যে ছোট। সে মাষ্টার্স পাশ করেছেন এবং অবিবাহিত। শ্যামল দেবনাথ বনিক পট্টিতে কাপড়ের ব্যাবসা করেন।
স্থানীয়দের মধ্যে নাম প্রকাশে অনেকে জানান, মেয়ে আত্মহত্যা করেছে এবং বাবা তা দেখে স্ট্রোক করেছেন। কিন্তু পরিবারের লোকজন বলেন মেয়ে স্ট্রোক করে মারা গেছে। তরিগরি করে মেয়ের মৃতদেহ শ্মশানে নিয়ে গেছেন সৎকার করার জন্য। বাবার লাশ বাসার সামনে রাখা ছিল। এ ঘটনা শুনে সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, প্রাথমিক ভাবে বলা যায় মেয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।