পটুয়াখালীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি মোঃ নূর কুতুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মাদ মাহবুবুল আলম, পটুয়াখালী পূজা উদযাপন পরিষদ ও প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।