পটুয়াখালী জেলা পুলিশ বর্তমান তথ্য প্রযুক্তি ব্যাবহার করে গত এক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া দুইশতাধীক চুরি হওয়া মোবাইল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সন্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে উদ্ধার করা শতাধীক মোবাইল পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করেন । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( সদর র্সাকেল) সাজেদুল ইসলাম, সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ জসিম ও বিভিন্ন মিডিয়ার গনমাধ্যম কর্মীরা। এসময় পুলিশ সুপার বলেন, আমাদের কে মোবাইল ব্যাবহারে আরো সর্তকতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কেউ ভুলে ও চোরাই মোবাইল কিনবেন না। যদি কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন তাহলে অবশ্যই যাচাই-বাছাই করে কিনবেন। তিনি আরো বলেন গত ছয় মাসে পটুয়াখালী জেলা পুলিশ প্রায় একহাজার ও বেশি চোরাই ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়া হয়েছে।
চুরি হয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে অনেক মোবাইলের প্রকৃত মালিকগন। তারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।