আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী জেলায় আওয়ামীলীগ সরকারের উল্লেখযোগ্য সাফল্য ও উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ করে গনসংযোগ করেন পটুয়াখালী-১ আসনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মির্জাগঞ্জ উপজেলার ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া বাজারে এবং বেলা সাড়ে ১১ টায় ৬নং মজিদবাড়ীয়া ইউনিয়নের ভয়াং বাজারে ও পরে তাজেম ব্রীজ নতুন বাজারে লিফলেট বিতরণ করে গনসংযোগ করেন এ্যাড. সুলতান আহমেদ মৃধা। এসময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, আঃ বারেক সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, মোঃ আনোয়ার হোসেন বাবুল মল্লিক, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ জসীম উদ্দিন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আ: ছত্তার হাওলাদার, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন মৃধা, উপদেষ্টা সদস্য ফিরোজ হাওলাদার, ৬নং মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম সরোয়ার কিসলু, সাধারন সম্পাদক আব্দুল লতিফ মৃধা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা, ৬ নং মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আসলামুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ খলিল মেম্বার, ১নং মাধবখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক গাজী শাহীন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ সিকদার সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ কালে এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য সকলের কাছে ভোট ভোট ও দোয়া চান। এবং তিনি পটুয়াখালী -১ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া চান।