পটুয়াখালী জেলা শহরের চরপাড়া নিবসী আঙ্গারিয়া ইউনিয়নে একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, শহীদ স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি আবুল হোসেন আবু মিয়া শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক বিশিস্ট সমাজসেবক আবুল হোসেন আবু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী-১ আসনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। তিনি শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন আবু মিয়ার মৃত্যুতে আমরা একজন সঃ ও গুনী মানুষকে হারালাম।
প্রকাশ, মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২.২০ মিঃ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বার্ধক্য জনিত রোগে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে আসে।
তার প্রথম জানাজা নামায তার নিজ গ্রাম আঙ্গারিয়ায় দুপুর ১২.৩০ মিনিটে ও দ্বিতীয় জানাজা নামায বিকাল ৫ টায় চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। তাকে পৌর মুসলিম গোড়স্থানে তাকে দাফন করা হয়।