আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটিই আশা করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদার।
বুধবার(১৮ অক্টোবর) দুপুর ১ টায় পটুয়াখালীর দুমকীতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা জানান তিনি।
পূর্বের জোটে থেকে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি পূর্বের জোটই বজায় থাকবে। তবে পার্টির চেয়ারম্যান শীঘ্রই এ বিষয়ে নিশ্চিত করবেন।
পটুয়াখালী -১ আসন থেকে তিনি নির্বাচন করবেন কিনা অপর এক প্রশ্নের জবাবে বলেন, এ মুহুর্তেই বলা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি এবং জোটের সার্বিক সিদ্ধান্তের ওপর এটা নির্ভর করবে। এছাড়াও তিনি আরও জানান, এ মুহূর্তে জাতীয় পার্টির তিন’শ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে।
মতবিনিময় কালে জেলা জাতীয় পার্টির সভাপতি(ভারপ্রাপ্ত) জাফর উল্লাহ হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক খান, যুগ্ম সম্পাদক সেলিম মাহমুদসহ জেলা ও উপজেলার জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১২ টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে নিজ বাড়ি দুমকীতে পৌঁছে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আবু মিয়া’র জানাজায় অংশ গ্রহণ করেন।