শিশুদের জন্য নিরাপদ বিশ্ব বিনির্মাণে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত-বিষয়ক সচেতনতামূলক সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শিশু একাডেমিতে ‘শিশুর জন্য বিনিয়োগ করি, নিরাপদ ভবিষ্যত গড়ি’ ¯েøাগানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-ওয়াই মুভস প্রকল্পের আওতায় ইয়েস বাংলাদেশের সহযোগিতা ও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এনসিটিএফ পটুয়াখালী জেলা শাখার সভাপতি রুবাইয়াত হক মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল জব্বার।
ইয়েস বাংলাদেশের জেলা ভলান্টিয়ার জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা শিশু অধিকার ও সুরক্ষা কমিটির সভাপতি শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, ইয়েস বাংলাদেশের সভাপতি হাসিবুর রহমান, আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবরিনা শাহনাজ ও শিশু একাডেমির চিত্রাঙ্কন প্রশিক্ষক অনুপম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন দেশের শিশুদের জন্য নতুন নতুন ঝুঁকি সৃষ্টি হয়েছে। এসকল ঝুঁকি মোকাবেলা করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি বিনিয়োগ দরকার। যা ভবিষ্যত পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্ট দুর্যোগেও শিশুর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। যা প্রতিরোধে বিশ্ব সম্প্রদায় কে ভূমিকা রাখতে হবে। পারিবারিক ভাবে শিশুর আত্মমর্যাদা ও সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করার আহবান জানান বক্তারা।