আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় সভা ও লিফলেট বিতরন করেছেন পটুয়াখালী-১ আসনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা ও পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
শুক্রবার বিকাল ৪ টায় টাউন উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মিজানুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুরান শিশু সদনের পরিচালনা কমিটির সভাপতি আঃ ওহাব মৃধা, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রী কলেজে সাবেক অধ্যক্ষ মোঃ শাহ আলম মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী নিখল বনিক, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা, টাউন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন শহীদ হায়দার, লোহালিয়া ইউনয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ জালাল মৃধা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ সাইদ, পুরান বাজারের ব্যাসায়ী বশার মুন্সী ও হারুন মুন্সি প্রমুখ। সভা সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা অভিলাষ কর্মকার।
এসময় ২ নং ও ৩ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং আওয়ামীলীগের সমর্থক ও এলাকাবাসীসহ চার শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।