পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে মোঃ জাহিদ হোসেন সরদার কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে খান বাড়ীর সামনে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, পটুয়াখালী- ২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ।
ক্লিনিক উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পিকে সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, ক্লিনিকের জমিদাতা মোঃ জাহিদ হোসেন সরদার প্রমুখ। এসময় বাউফল ও কাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনের ফলে এখন থেকে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের দরিদ্র রোগীরা স্বল্প খরচে উন্নত চিকিৎসা নিতে পারবেন।