বরগুনা জেলার আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাত(২৭) এর নিকট এক লক্ষ টাকা দাবী করায় সে টাকা দিতে অস্বীকার করায় তার উপর সন্ত্রাসী হামলা চালায় ছাত্রলীগ নামধারী কিছু বখাটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সন্ত্রাসী হামলায় এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাত গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাকে বাঁচাতে আসা শহিদুল ইসলাম (২০) ও গুরুত্বর আহত হয়। এঘটনাটি ঘটে আমতলী থানার ৪নং ওয়ার্ডস্থ পূজা মন্ডপের কাছে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের সময়। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথম আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা খারাপ থাকায় কর্তব্যরত চিকিৎসক তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
জানা যায়, আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ এম মঞ্জুরুল ইসলাম ছাত্রলীগের সভাপতি পদের জন্য বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে আবেদন করেন। এ বিষয়টি হামলাকারীরা জানতে পেরে মঞ্জুরুল ইসলামের সাথে তারা কাজ করবে বলে এক লক্ষ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকার করায় এ হামলা চালানো হয়।
এঘটনায় এইচ এম মঞ্জুরুল ইসলামের চাচা মোঃ আব্দুল বারেক হাওলাদার বাদী হয়ে ইসহাক আহমেদ ত্বোহা(২৩), মোঃ রবিউল(২২), মোঃ রাহাত মৃধা(২২) ও জিএম রাব্বি(২০) সহ অজ্ঞাত ১৫/২০ জনে নামে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।