1. [email protected] : admin :
সোমবার, ০৯ জুন ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ পটুয়াখালীতে সূর্যমুখী ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত কলাপাড়ায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান স্যারের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দশমিনায় মানববন্ধন অনুষ্ঠিত কলাপাড়ায় জলবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ১৬০ পরিবার পেল ত্রান সহায়তা পটুয়াখালীর দুমকীতে হাসি বেগমের মাথা গোজার ঠাইটুকুও কেড়ে নিল আকস্মিক কালবৈশাখী পটুয়াখালীতে পুলিশের তৎপরতায় হারানো ৭০টি মোবাইল ও অনলাইন প্রতারণার ৪৯ হাজার টাকা উদ্ধার বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’গ্রুপে হাতাহাতি বিএনপি অফিস ভাঙচুর মামলায় ইউপি সদস্য আটক

বিশ্ব পর্যটন দিবসে কুয়াকাটায় পর্যটকরা পেলো লাল গোলাপ উপহার

কুয়াকাটা প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পটুয়াখালী কুয়াকাটায় পর্যটকদের লাল গোলাপ উপহার দিয়ে বরণ করা হয়েছে। শুক্রবার শেষ বিকালে সৈকতের জিরো পয়েন্টে হাজারো পর্যটককে এ ফুল দিয়ে স্বাগত জানান হোটেল-মোটেল এমপ্লয়িজ এ্যাসোসিয়োশনের সদস্যরা। এসময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কুয়াকাটা ভ্রমণে এসে লাল গোলাপ পেয়ে অনেকটা উচ্ছ্বসিত ছিলো পর্যটকরা। তাদের এই ভিন্নধর্মী আয়োজনকে স্বাদুবাদ জানিয়েছেন পর্যটক। কুয়াকাটাকে বিশ্বের কাছে পরিচিত বাড়াতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল এমপ্লোয়িজ এসোসিয়েশনের সদস্যরা।
এদিকে দুপুরে কুয়াকাটার খাস পুকুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগীতা আয়োজন করে কুয়াকাটা ভয়েস ক্লাব। এসময় প্রতিযোগিতা উপভোগ করতে পুকুর পাড়ে ভীড় জমায় পর্যটকসহ স্থানীয়রা। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ মোহাম্মদ আরেফিন। এছাড়া এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও ট্যুরিষ্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন সহ ভয়েস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল নয়টা পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে রেলীটি বরে হয়ে শহরের প্রধান সড়ক হয়ে সৈকত এলাকা প্রদক্ষিন করে। এসময় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালায় রেলীতে অংশগ্রহনকারীরা। পরে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পর্যটন সংশ্লিষ্ট বহুল তথ্য ভিত্তিক কুয়াকাটা. জিওভি.বিডি নামে একটি সরকারী ওয়েব সাইটের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক সোহান-সাজেদা দম্পত্তি বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সহ সব কিছু ভালো লেগেছে। আমরা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি লাল গোলাপ পেয়ে। ফুল পেয়েই জানলাম আজ বিশ্ব পর্যটন দিবস। যশোর থেকে আসা অপর পর্যটক সুমাইয়া জানান, ফুল পাওয়া আসলেই আনন্দের। এখানে এসে ফুল পেয়েছি এবং এখানকার মানুষগুলোর আচার আচরনও ভালো। কুয়াকাটা ভ্রমনে এসে দারুন সময় কাটাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায় ইন্টেল ওয়েব