দৈনিক মানবজমিন ২৪ বছরে পদার্পন উপলক্ষে পটুয়াখালীতে আলোচনাসভা, শীতবস্ত্র কম্বল বিতরন ও কেককাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রæয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক মানবজমিন’র পটুয়াখালী প্রতিনিধি জালাল আহমেদ আয়োজিত আলোচনাসভা, শীতবস্ত্র কম্বল বিতরন ও কেককাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি দৈনিক গণদাবী সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া,প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদের প্রতিনিধি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি ও বিটিভির প্রতিনিধি কাজী সামসুর রহমান ইকবাল, সাবেক সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মোঃ জাফর খান, সাবেক সাধারন সম্পাদকও যমুনা টিভির প্রতিনিধি জাকারিয়া হৃদয়, প্রথম আলোর প্রতিনিধি শংকর লাল দাস, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এশিয়া টিভি প্রতিনিধি আবুল হোসেন তালুকদার, সদস্য দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি আতিকুল আলম সোহেল,যুগান্তর দক্ষিন প্রতিনিধি বিলাস দাসসহ অন্যান্য সংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আঃ রশিদ খান,সাধারন সম্পাদক মোঃ আলতাফ সিকদারসহ অন্যান্য হকার্স সদস্য বৃন্দ। পরে কেককাটা শেষে সংবাদপত্র হকার্সদের মাঝে কম্বল বিতরন করেন মানবজমিন পটুয়াখালীর প্রতিনিধি জালাল আহমেদ।
অনুষ্ঠানে বক্তরা দৈনিক মানবজমিন পত্রিকার উত্তোর উত্তোর সাফল্য কামনা করেন। ##