স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালীতে জাতির পিতার ভাস্কর্য ভাংগার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালিন সময় বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ রুহুল আমিন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মৃনাল কান্তি বড়াল, সাধারন সম্পাদক আবুল বাশার হাওলাদার, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ হালিম, মোস্তাফিজুর রহমান,হুমায়ুন কবির, মোঃ বাবুল আক্তার, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ। মানববন্ধনে ও সমাবেশে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও সমাবেশে বক্তরা দোষী ব্যক্তিদের আইনের আত্ততায় এনে কঠিন শাস্তির দাবি করেন।