স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠার্ষিকী পালিত।
১ মার্চ সোমবার সকাল ১০টায় বনানী মোড়স্থ পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি এর কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দৈনিক আমাদের কন্ঠ এর জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনার প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব ও বাংলা বিভাগের সহকারী অধ্যপক গাজী জাফর ইকবাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মোঃ সোহেল, পটুয়াখালী রিপের্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি ও দক্ষিনের সময় এর ব্যুরো প্রধান মোঃ জাকারিয়া কাওছার বাবু প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আলেকান্দা কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান, পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ সেলিম হোসনে, রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক’র জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ এর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ও তরুন কন্ঠ’র জেলা প্রতিনিধি এম.কে রানা, কার্য নির্বাহী কমিটির সদস্য ও সরেজমিন বার্তার ষ্টাফ রিপোর্টার মোঃ সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিক ও গন্যমান্যব্যক্তিবর্গ।
এসময় বক্তারা দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তÍু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমৃদ্ধি ও উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।
আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত সকলে কেক কেটে দৈনিক আমাদের কন্ঠ’র ১৪ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।