1. [email protected] : admin :
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পটুয়াখালী ইউথ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ ও ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান লিমন পরিষদ পটুয়াখালীতে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত পটুয়াখালী জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মতবিনিময় বিশ্ব পর্যটন দিবসে কুয়াকাটায় পর্যটকরা পেলো লাল গোলাপ উপহার পটুয়াখালীতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের ঋণ খেলাপি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন হাওলাদার গ্রেফতার ঋণ খেলাপির অভিযোগে মহিউদ্দিন আহম্মেদ ও তার ভাই’র প্রার্থীতা বাতিল চেয়ে পদ্মা ব্যাংকের চিঠি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

মুজিব ছবিটি ফ্রি দেখার জন্য ৩৫০টি টিকিট ক্রয় করে বিতরণ করলেন এ্যাড. সুলতান আহমেদ মৃধা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় “মুজিব- একটি জাতির রুপকার” ছবিটি দেখতে পটুয়াখালীতে সকল শ্রেণি পেশার মানুষ ঢল নেমেছে। গতকালকে চারটির ১২শ টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সিনেমা হল কর্তৃপক্ষ।
শুক্রবার বিকাল তিনটার পটুয়াখালীর তিতাস সিনেমা হলে দেখা যায় পুরো হল কানায় কানায় পরিপূর্ণ। আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মী এবং উৎসুক জনতা এ ছবিটি দেখার জন্য সিনেমা হলে ভীর করেন।
এদিকে এ সিনেমাটি যাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা ও পেশাজীবি মানুষ মুজিব একটি জাতির রুপকার ছবিটি ফ্রি দেখতে পারে সে জন্য পটুয়াখালী-১ আসনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বিকাল ৩টার শোর ৩৫০টি টিকিট ক্রয় করে তাদের প্রদান করেন।

এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, এ ছবিটি দেখে যাতে আগামী প্রজন্ম দেশের সঠিক ইতিহাস জানতে পারে এবং কেন শেখ মুজিব জাতির পিতা তা বুঝতে পারে সে জন্য আমি তিতাস সিনেমা হলের বিকেলের শো এর সকল টিকিট ক্রয় করে আমাদের দলের বিভিন্ন সস্তরের নেতা-কর্মী সহ বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে বিতরন করি।

বিকেলে পটুয়াখালী তিতাস চিনেমা হলে উদ্বোধনী শো অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধাসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং স্থানীয় সাংবাদিক এবং পেশাজীবিরা।

এদিকে ছবিটি নিয়ে সকল শ্রেনীর মানুষের মধ্যে উচ্ছাস দেখা গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে এরকম একটি চলচিত্র নির্মিত হওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুকে অনুধাবনসহ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে একটি ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু ও তার পরিবারের ত্যাগ ও অবদানকে নতুন প্রজন্মের মধ্যে সঠিক ভাবে তুলে ধরা সম্ভব হয়েছে বলেও মনে করেন অনেকেই।
ছবিটি দেখার পরে হল থেকে বেরিয়ে আওয়ামীলীলীগের অনেক নেতা-কর্মী কেঁদে ফেলেন। তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায় ইন্টেল ওয়েব