পটুয়াখালী ৪টি সংসদীয় আসনে ৭জানুয়ারী তেমন কোন অপ্রতীকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী ৪টি সংসদীয় আসনে তিনটিতে নৌকার প্রার্থী এবং একটিতে জোটভুক্ত প্রার্থী লাঙ্গল বিজয়লাভ করেছে।
পটুয়াখালী- ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল প্রতীকে ৮০ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ কংগ্রেস এর মো: নাসির উদ্দীন তালুকদার ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৮৯২ ভোট। এরপূর্বে এই আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার ২০১৪ সালে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।
পটুয়াখালী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ ১লাখ ২৪ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মো: মহসীন হাওলাদার লাঙ্গল প্রতীকে ২৯৫১ ভোট পেয়েছেন।
আসম ফিরোজ এ আসন থেকে এবার নিয়ে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
পটুয়াখালী-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এস.এম শাহাজাদা ৮৯ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন ঈগল প্রতীকে ৪৮ হাজার ৫০৮ ভোট পেয়েছেন।
এ আসন থেকে গতবারও এস.এম শাহাজাদা নৌক প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পটুয়াখালী-৪ আসন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মহিববুর রহমান ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাহবুবুর রহমান ঈগল প্রতীকে ৪৮ হাজার ৫৭৬ ভোট পয়েছেন।
এ আসন থেকে গতবারও মো: মহিববুর রহমান নৌক প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।