1. [email protected] : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পটুয়াখালী শহরের পিটিআই রোডে নির্মানাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে শ্রমিকে মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে আন্তর্জাতিক রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট দিবস উদযাপন কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত কলাপাড়ার কলেজ ছাত্র বরিশালে খুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দশমিনায় স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষঙ্গ কর্তন পটুয়াখালীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে মালামাল পুড়ে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দুকমীতে অতিবৃষ্টিতে বাদাম ফসলের ব্যাপক ক্ষতি দশমিনায় স্বাবলম্বী নারী উদ্যোক্তা ইসরাত জাহান পটুয়াখালীতে বিশ্ব টিকাদান কর্মসূচি শীর্ষক কর্মশালা চাকরির প্রলোভনে “টুরিষ্ট ভিসা” জেল খেটে বিদেশ ফেরত কলাপাড়ার মকছুদ দুই প্রতারকের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, ভাষা শহীদদের রূহের মাগফেরাতের জন্য মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসানালয় প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিট সময় পটুয়াখালী পৌরসভা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। পরবর্তীতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন, জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৯ মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক এড. গোলাম সরোয়ার, সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, জেলা জাসদের সভাপতি এড. খন্দকার আব্দুল হাই, সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, মামুন খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সদর ইএনও লতিফা জান্নাতী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ, পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনায়েতুর রহমান ও সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ন কবিরসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকরি প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হায়।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক দরবার হলে ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ অদবান’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৈৗধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৯ মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ হালিম প্রমখ। পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায় ইন্টেল ওয়েব