পটুয়াখালীর গলাচিপায় লোকালয়ে ধরা পড়েছে দুটি চিত্রা হরিণ। চিত্রাহরিণ দুটিকেউদ্ধার করে আবার বনে অবমুক্ত করতে কাজ করছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।জানা যায়বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৬ টায়উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম গাজীর বাড়ির পাশে একটা হরিণ আটক করে স্থানীয় তরমুজ ক্ষেতের শ্রমিকরা। অন্যটি ধরা পড়ে চর আগস্তি সেলিম বিশ্বাস এর বাড়িতে। হরিণ দুটিকে দেখতে উৎসুক জনতাতাদের বাড়িতে ভির করে। পরে স্থানীয় সিপিপি সদস্য ও অভিযাত্রীক ফাউন্ডেশনের সদস্য মো. আল-আমিনবিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল কে অবহিত করেন। খবর পেয়ে হরিণ দুটি উদ্ধার করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ, অ্যানিমল লাভারস পটুয়াখালীর সদস্যদের ঘটনা স্থলে পাঠান। প্রাণী সম্পদ দপ্তরের ডা. ফেরদৌস জানান,দুইটি হরিণের একটি অসুস্থ এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। এ বিষয়ে উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটিকে উদ্ধার করি। হয়ত ক্ষুধার কারণে চরবাংলা বন থেকে হরিণ দুটি লোকালয়ে বেড়িয়েছে।হরিণ দুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বনে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, হরিণ ধরার খবর জানতে পেয়ে তাৎখনিক ঘটনাস্থলে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। হরিণ দুটিকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসা সেবা দিয়ে হরিণ দুটিকে আবারবনে অবমুক্ত কর হবে।