‘‘অসমতার বিরুদ্ধ লড়াই করি, দুযোর্গ সহনশীল ভবিষ্যত গড়ি’’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ চত্ত্র থেকে একটি র্যালী বের করা হয়।
রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন কর জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লা সাদীদ, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে স্থানীয় পিডিএস মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট সদস্যদের অংশগ্রহন ভূমিকম্প, বন্যা, ও অগিকান্ডের উপর সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।