পটুয়াখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত খেলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালক (অনূর্ধ্ব-১৭) টাইব্রেকারে ৪-১ গোলে গলাচিপা উপজেলাকে হারিয়ে পটুয়াখালী পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) চূড়ান্ত খেলায় ৩-০ গোলে দশমিনা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী পৌরসভা।
বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) বিকালে ডিসি স্কয়ার মাঠে উক্ত টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সাপ দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, পটুয়াখালী পৌর মেয়রের প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, জেলা ক্রীড়া অফিসার মো. সাফাতু ইসলাম, পৌরসভা দলের ম্যণেজার রেজাউল করিম সোয়েব, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ফারুক মৃধা, সদস্য মোঃ মোতাহার হাওলাদার, ভাস্যকর অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ ও মোঃ সোহাগ, রেফারী রেজাউল করিম, সোহেল তানভীর, সৈয়দ তারেক মাসুদ ও হবিবুর রহমান।
এ টুর্ণামেন্ট বালকে সেরা খেলোয়ার গলাচিপা দলের রাইসুল সৌরভ, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছেন পটুয়াখালী পৌরসভা দলের সুমন, একই দলের সেরা গোল রক্ষক হৃদয়। বালিকায় সেরা খেলোয়ার হয়েছে পৌডসভা দলের কমলিকা, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট পৌর দলের স্বর্না ও সেরা গোল রক্ষক হয়েছে সুমাইয়া। খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে।
উক্ত টুর্ণামেন্টে পটুয়াখালী পৌরসভাসহ ৯ টি উপজেলা দল অংশগ্রহন করে।