পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা প্রার্থী হিসেবে মনোমনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহষ্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে তিনি ৩/এ ধানমন্ডি, আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং দুপুরে জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পটুয়াখালী পৌরসভার মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা, পটুয়াখালী ১নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর মোঃ নিজামুল হক নিজাম, সাধারন সম্পাদক মোঃ শহিদ সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতিমোঃ জুয়েল মৃধা সহ পটুয়াখালীর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দিলে আমি বিপুল ভোট জয়লাভ করবো ইনশাল্লাহ।