স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে ১৩৫ তম মহান মে দিবস-২০২১ উদযাপন ও বিড়ির উপর শুল্ক কমাও, বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধিসহ ফডারেশনের ৮ দফা দাবী বাস্তবায়নে পটুয়াখালী পানজা বিড়ি লিঃ এর পাঞ্জা বিড়ি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মে ১৩৫ তম মহান মে দিবস উদযাপনে সকাল ১০. ৩০ মিনিট সময় নতুন বাজার পানজা বিড়ি কারখানা থেকে পাঞ্জা বিড়ি শ্রমিক কর্মচারী ইউনিয়ন উদ্যগে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে শতাধিক পাঞ্জা বিড়ি শ্রমিক কর্মচারী।
এ সময় বক্তব্য রাখেন পাঞ্জা বিড়ি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং- ৯৭৭ খুলনা) এর অন্যতম উপদেষ্ঠা আবুল বাশার সোহাগ, পাঞ্জা বিড়ি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জালাল বিশ্বাস, সহ-সভাপতি মোঃ মালেক হাওলাদার, সাধারন লক্ষন চন্দ্র দেবনাথ, সহ- সম্পাদক সেকান্দার হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিৎ দাস, কোষাধ্যক্ষ সুরেন পাল প্রমুখ। অন্যান্যের উপস্থিত ছিলেন এড. কিশোর দাশ সদাই, মিজানুর রহমান মনির, মোঃ মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।