স্টাফ রিপোর্টার ঃ স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা।
বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টায দুমকি উপজেলার ২১নং পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেনানিবাসের কমান্ডার ৭ আর্টিলারি ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে এই মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় প্রায় ৬৫০জন দরিদ্র জনগোষ্ঠী মানুষের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, সেমাই ও চিনি।
পটুয়াখালী জেলায় জিওসি, ৭পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল কর্তৃক মানবিক সহায়তা পরিকল্পনা গ্রহন করা হয়েছে। উক্ত পরিকল্পনা মোতাবেক ৭ আর্টিলারি ব্রিগেড ত্বতাবাধয়নে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি আয়োজনে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
ব্রীগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবনবাজী রেখে সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের যে কোন সংকটময় মূহুর্তে বাংলাদেশ সেনা বাহিনী জনগনের পাশে ছিল,আছে এবং থাকবে।