স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে করোনা মাহামারিতে ছিন্নমূল ও খেটে খাওয়া কয়েক শতাধিক মানুষের মাঝে ঈদ পোষাক বিতরণ করেছেন পটুয়াখালী জেলা যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন ।
শনিবার ৮মে বেলা ১২ টায় আব্দুল করিম মৃধা কলেজে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও আবদুল করিম মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ আবদুস সালাম ভূইয়া, জেলা আওয়ামীলীগ সদস্য ও যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান মনির, কাউন্সিল রেজাউল হাসান লাবু, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন, বশির আহম্মেদ, এস এম সাহিদুর রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নতা আতিকুর রহমান পাভেজসহ অন্যান্য যুবলীগ কর্মীরা।